গরমকালে এটি খুব উপকারী একটি ফল। আর সারা বছরই পেঁপে পাওয়া যায়। তাই নিত্যদিন যদি পেঁপে খান তাহলে তেমন সমস্যা হবে না।
আপনার ডায়েটে রোজ রাখুন এক বাটি পাকা পেঁপে। এটি শরীরে জলের চাহিদা পুরণ করে। তাই গরমকালে এটি খুব উপকারী একটি ফল। আর সারা বছরই পেঁপে পাওয়া যায়। তাই নিত্যদিন যদি পেঁপে খান তাহলে তেমন সমস্যা হবে না। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম আর ক্যালরি। তাই এটি খেলে অনেকক্ষণ পর্যন্ত খিদে পায় না। পাকা পেঁপে ওজন নিয়ন্ত্রণ করে। পেট পরিষ্কার করতে পারে। কষ্ঠকাঠিন্যদূর করতেও জরুরি পাকা পেঁপে। পেঁপে ত্বক পরিষ্কার করে। ব্রণ, ফুঁসকুড়ির মত সমস্যা সধামান করতে পারে। কোলন ক্যান্সার কমাতে পারে পেঁপে। পেঁপে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। যা সিজিন চেঞ্জের সময় খুব উপকারী। পেঁপে কোলেস্টোরলের সমস্যা দূর করে। আপনি রোজ প্রাতঃরাশে যদি একবাটি পেঁপে খেতে পারেন তাহলে খুবই উপকার পাবেন। যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই বিকেলের দিকে পেঁপে খাওয়ার চেষ্টা করুন ।