ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ চলাকালীন বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। শুক্রবার রাতে হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া পশ্চিমপাড়া এলাকার ভোটার তালিকা সংশোধনের কাজ করছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। বিজেপির অভিযোগ, ঠিক সেই সময় বাঁশ, রড দিয়ে অতর্কিতে হামলা চালানো হয় তাদের ওপরে। ঘটনায় বাঁকড়ার বিজেপির সভাপতি ও দলীয় কর্মীরা আক্রান্ত হন। অভিযোগ, এমনকি সভাপতিকে বিল্ডিংয়ের ছাদের সিঁড়ি দিয়ে ধাক্কা মারতে মারতে নিচে ফেলা দেওয়া হয়। তাঁকে গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপি হাওড়া সদর জেলা সভাপতি সুরজিৎ সাহার বক্তব্য রাজ্যে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে, তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা যেভাবে একের পর এক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে তাতে তৃণমূলের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তাই তারা এভাবে কোনরকম আলোচনা ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালাচ্ছেন। দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ।