সোমবার দুপুরে লকডাউনের মাঝেই আগুন লেগে যায় একটি অনলাইন ফুড সার্ভিস -এর দোকানে। হাওড়া সন্ধ্যা বাজারে এলাকায় ঘটে এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, ফুড সার্ভিসের দোকানটিতে সেই সময় কাজ করছিলেন একজন কর্মচারী। রান্না করতে গিয়ে আগুন ধরে যায় গ্যাস সিলিন্ডারে। মুহুর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। আশপাশের লোকজন দেখতে পেয়ে দমকল ও শিবপুর থানায় খবর দেয়। সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি মোটরবাইক ও ট্রলি ভ্যান ভস্মীভূত হয়ে যায় আগুনের দাপটে। ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকা হওয়ায় আশেপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। তবে লকডাউন থাকার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে গোটা এলাকা। আগুন নেভাতে দমকলের চারটি গাড়ি পৌঁছায় সেখানে। তাদের চেষ্টাতেই নিয়ন্ত্রণে আসে আগুন। দোকানের প্রয়োজনীয় নথিপত্র আছে কিনা তা এখন খতিয়ে দেখছে পুলিশ।