বিধানসভা ভোটের প্রচারে ডুয়ার্সে গিয়েছিলেন প্রণব। পঞ্চব্যঞ্জনে মধ্যাহ্নভোজ সেরেছিলেন রিসর্টে। সঙ্গে ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সে বছর রাজ্যের ক্ষমতার পালাবদল ঘটল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী কুর্সিতে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে বিধানসভা ভোটের প্রচারে ডুয়ার্সের লাটাগুড়িতে এসেছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। একটি রিসর্টে নিজে রান্না করে তাঁকে খাইয়েছিলেন সুপ্রিয়া মুখোপাধ্যায়। সবই বাঙালি পদ, আর শেষপাতে ছিল মিষ্টি। বড় তৃপ্তি করে খেয়েছিলেন সদ্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর মৃত্যুর পর সেই ভিডিও এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।