বৃহস্পতিবার বারাণসীর সভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারাণসীতে গিয়ে মোদী এবং যোগীকে কটাক্ষ করেন তিনি। এবার মমতাকেই কটাক্ষ দিলীপ ঘোষ-এর। 'অখিলেশের খেলা শেষ করতেই উনি গিয়েছেন', বললেন দিলীপ।
বৃহস্পতিবার বারাণসীর সভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারাণসীতে গিয়ে মোদী এবং যোগীকে কটাক্ষ করেন তিনি। এবার মমতাকেই কটাক্ষ দিলীপ ঘোষ-এর। 'অখিলেশের খেলা শেষ করতেই উনি গিয়েছেন', বললেন দিলীপ। 'ইউক্রেনের পড়ুয়াদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়েছেন মোদী'। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন দিলীপ ঘোষ। ইউক্রেনে ভারতীয় ছাত্রদের দেশে ফেরানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মোদি শুধু মিটিংয়ে ব্যস্ত। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওনার যাওয়ার ইচ্ছা থাকলে উনি যান। মোদী একমাত্র প্রধানমন্ত্রী সারা বিশ্বের মধ্যে যে ভারতীয় ছাত্রদের সুরক্ষিত ভাবে দেশে ফিরিয়ে নিয়ে এসেছেন। ওনারা ভেবেছিলেন কিছু ভারতীয় যুদ্ধে মারা যাবে রাস্তায় নামবেন আন্দোলন করবেন। মোদিজির কুশল নেতৃত্বে ২০ হাজার ভারতীয় সুরক্ষার সঙ্গে দেশে ফিরেছেন। আজ প্রায় ১৮-১৯টা বিমান যাবে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবক রা আশীর্বাদ করছেন। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন সমস্যা নিজেরাই মোটাবো। বারাণসীতে মমতা হেনস্থা করেনি বিজেপি, জানালেন দিলীপ।