ফের একাধিক বিষয় নিয়ে মন্তব্য দিলীপ ঘোষ-এর। পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন এটা সরকার ঠিক করে না। উত্তরপ্রেদেশের নির্বাচন নিয়ে অখিলেশকে বিঁধলেন দিলীপ। 'যেকোনও নির্বাচনের আগে ড্রামা হয়'-দিলীপ ঘোষ। উত্তরপ্রেদেশের নির্বাচন নিয়ে এমনটাই বললেন তিনি।
ফের একাধিক বিষয় নিয়ে মন্তব্য দিলীপ ঘোষ-এর। পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন এটা সরকার ঠিক করে না। উত্তরপ্রেদেশের নির্বাচন নিয়ে অখিলেশকে বিঁধলেন দিলীপ। 'যেকোনও নির্বাচনের আগে ড্রামা হয়'-দিলীপ ঘোষ। উত্তরপ্রেদেশের নির্বাচন নিয়ে এমনটাই বললেন তিনি। বিশ্ব বাজারের অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু তেলের দাম সর্বকালীন রেকর্ড ছাড়াল কিন্তু ভারতে বাড়েনি তেলের দাম। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলে, এটা সরকার ঠিক করে না, কমিটি ঠিক করে। এর আগেও দাম বেড়েছে তখন সবাই চিৎকার করছিল তখন দাম কমিয়েছিল কেন্দ্র সরকার। অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এই বৈঠক আগেও হয়েছে। এই সব নাটক নির্বাচনের আগে হয় সাধারণ ভোটারদের বিভ্রান্ত করা চেষ্টা হয়। উত্তরপ্রদেশে মমতার প্রচার নিয়ে দিলীপ ঘোষ বলেন, এর আগেও পাটনা গিয়েছেন, লখনৌ গিয়েছেন কি প্রভাব পড়েছে। তাঁর পার্টির কিছু নেই, বাকিদের কি সাহায্য করবে।