বনগাঁয় বিজেপির পিকনিক নিয়ে মুখ খুললেন দিলীপ। 'বিজেপি কোথাও নিরামিষ করেনা'-দিলীপ ঘোষ। 'শীতকালে পিকনিক হতেই পারে', বললেন দিলীপ। 'কিছু লোক সবসময় বিক্ষুব্ধ থাকে'-দিলীপ ঘোষ। দলে কিছু লোক সবসময় বিক্ষুব্ধ থাকে।
বনগাঁয় বিজেপির পিকনিক নিয়ে মুখ খুললেন দিলীপ। 'বিজেপি কোথাও নিরামিষ করেনা'-দিলীপ ঘোষ। 'শীতকালে পিকনিক হতেই পারে', বললেন দিলীপ। 'কিছু লোক সবসময় বিক্ষুব্ধ থাকে'-দিলীপ ঘোষ। দলে কিছু লোক সবসময় বিক্ষুব্ধ থাকে। মে মাসের পর থেকে সবার মন খারাপ, এটা কেটে যাবে বলেই জানালেন দিলীপ ঘোষ। 'পুরনো কার্য কর্তারা এমন কিছু করবেন না যাতে পার্টির ক্ষতি হয়'। এমনটাই এদিন বলতে শোনা গেল দিলীপ ঘোষকে। তৃণমূলকে বিঁধতেও ছাড়লেন না দিলীপ। বিরোধীদের কোনও বিশ্বাসযোগ্যতা নেই, বললেন দিলীপ। সাধারণ মানুষ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে রয়েছেন সেকথাও বলেন তিনি। অভিষেকের গোয়া সফর নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না দিলীপ। অভিষেকের গোয়া যাওয়া নিয়ে দিলীপ বলেন, রাজ্যের যা অবস্থা চেঞ্জের জন্য গোয়া গিয়েছেন তিনি। মাঝে মাঝে যাওয়া ভালো, এতে মন ভালো হয়।