খোলা হল অর্পিতা মুখোপাধ্যায়ের বন্ধ দোকানের চাবি। নেল আর্ট পার্লারে চিরুনি তল্লাশি।
পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগে দুর্নীতিকাণ্ডে কলকাতার একাধিক জায়গায় আজ ইডি-র তল্লাশি অভিযান। অর্পিতা মুখোপাধ্যায়ের নেল আর্ট শপে চলছে চিরুনি তল্লাশি। পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনেও হানা দিয়েছে ইডি। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নিজের নয় বলে আগের দিন দাবি করলেও, এদিন এই নিয়ে কোনও কথা বলেননি পার্থ চট্টোপাধ্যায়। আজ ফের জোকা ESI হাসপাতালে পার্থ ও অর্পিতার মেডিক্যাল টেস্ট হয়েছে। এই দুই ধৃতের নিরাপত্তায় বাড়তি নজর রেখেছে ইডি। তাঁদের কনভয়ে রয়েছে মোট ৬টি গাড়ি। পার্থ-অর্পিতার সুরক্ষার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর ৮৬ জওয়ান। আজ জোকার ইএসআই হাসপাতালে ঢোকার আগে আবার টাকার উৎস নিয়ে মুখ খোলেন অর্পিতা। তাঁর দাবি, উদ্ধার হওয়া কোটি কোটি টাকা তাঁর নয়। তিনি স্পষ্ট বলেছেন, ‘‘এই টাকা আমার নয়। আমার অনুপস্থিতিতে এবং আমার অজান্তে এই টাকা ঘরে ঢোকানো হয়েছে।’