'নির্বাচনে ভালো ফল করতে পারেনি দল, হতাশার বহিপ্রকাশ হচ্ছে'। নিজের দলকে নিয়ে একাধিক কথা বলতে শোনা গেল তাঁকে। অন্যদিকে ফের তৃণমূলকে বিঁধতে ছাড়লেন না দিলীপ ঘোষ। 'তৃণমূল পার্টিটা দুষ্কৃতকারীদের হাতে চলে গিয়েছে', বললেন দিলীপ।
'নির্বাচনে ভালো ফল করতে পারেনি দল, হতাশার বহিপ্রকাশ হচ্ছে'। নিজের দলকে নিয়ে একাধিক কথা বলতে শোনা গেল তাঁকে। অন্যদিকে ফের তৃণমূলকে বিঁধতে ছাড়লেন না দিলীপ ঘোষ। 'তৃণমূল পার্টিটা দুষ্কৃতকারীদের হাতে চলে গিয়েছে', বললেন দিলীপ। 'সৌগত বাবুর বাড়ির সামনে বোম পড়ছে', বললেন দিলীপ। দিলীপ ঘোষ কটাক্ষ করতে ছাড়েননি অনুব্রত মণ্ডলকেও। 'আনারুলকে মানুষের হাত থেকে বাঁচাতেই জেলে পাঠানো হয়েছে'। আনারল প্রসঙ্গেই এদিন এমনই মন্তব্য করতে শোনা গেল তাঁকে। দিলীপ ঘোষ কটাক্ষ করতে ছাড়েননি অনুব্রত মণ্ডলকেও। নির্বাচনে আমাদের পার্টি ভালো রেজাল্ট করতে পারেনি তার জন্য কর্মীদের মধ্যে হতাশা আছে পার্টি লড়াই করেছিল এমএলএ এবং এমপি জিতেছিল, রেজাল্ট খারাপ হয়েছে বলে পরস্পর পরস্পরকে দোষারোপ করে হতাশার বহিঃপ্রকাশ হচ্ছে। নতুন পরিবর্তন হওয়ার জন্য অনেকেই বাদ পড়েছেন তাদেরও ক্ষোভ-বিক্ষোভ আছে কথা হচ্ছে সবাইকে একত্রিত করে কাজে লাগালেই সমস্যার সমাধান হবে। আনারুলের জেল প্রসঙ্গে তিনি জানান, আনারুলের মতো যারা সমাজবিরোধী বা এই পার্টির নেতা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। তাদেরকে মানুষের থেকে বাঁচানোর জন্য জেলে রাখা হয়, সেখানে সব সুবিধা ও ফুর্তি করার ব্যবস্থা আছে।