নতুন বছর মানেই একগুচ্ছ নতুন পরিকল্পনা। এই নতুন বছরে সঞ্চয় করুন নিজের অর্থ। অর্থ সঞ্চয়ের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা। ১০ উপায়ে সঞ্চয় করুন নিজের অর্থ। কোথায় কত খরচ হচ্ছে রাখুন তার হিসেব। তৈরি করুন সঞ্চয়ের বাজেট। প্রয়োজনে কমাতে হবে হাত খরচ। ক্রেডিট কার্ড ব্যবহারের অভ্যাস কমান। ডিসকাউন্ট বা অফারে জিনিস কেনার অভ্যাস করুন। প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয়ের অভ্যাস করুন। ব্যাঙ্কে টাকা জমান, এতে সুদও পাবেন। অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করুন, তাতে হাতে টাকা আসবে। বিলাসিতার জন্য খরচ কমিয়ে প্রয়োজনে খরচ করুন। ইএমআই -এ জিনিস কেনার প্রবণতা কমান। আপনার আজকের এই সঞ্চয়ই কমাতে পারে আপনার ভবিষ্যত চিন্তা।