শীতকাল মানেই ত্বকের নানান সমস্যা। শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বকও শুকিয়ে যায়। শীতে স্নানের আগে তেল মাখার অভ্যাস করুন। স্নানের আগে নারকেল তেল বা অলিভ অয়েলও লাগাতে পারেন। শীতে স্নানের পর ময়েশ্চারাইজার লাগান।
শীতকাল মানেই ত্বকের নানান সমস্যা। শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বকও শুকিয়ে যায়। কমবেশি সবাই এই সমস্যায় ভোগেন শীতকালে। শীতকালে অনেকেই পা পাঠার সমস্যায়ও ভোগেন। শীতকালে মুখ থেকে হাত এবং পায়ের ত্বকও শুষ্ক হয়ে যায়। তাই শীতে স্নানের আগে তেল মাখার অভ্যাস করুন। স্নানের আগে নারকেল তেল বা অলিভ অয়েলও লাগাতে পারেন। শীতে স্নানের পর ময়েশ্চারাইজার লাগান। এতে ত্বক ভালো থাকবে, শুষ্ক হয়ে যাবে না। শীতকালে ময়েশ্চারাইজার লাগানোর আগে সিরাম ব্যবহার করতে পারেন। এতে ত্বক ভালো থাকে। এই সময় স্ক্রাব সপ্তাহে ১ দিনের বেশি ব্যবহার না করাই ভালো। ত্বকের আর্দ্রতা ধরে রাখে এমন স্ক্রাব ব্যবহার করুন। ত্বকের সঙ্গে ঠোঁট ফাটার সমস্যাও দেখা দেয় এই সময়। ঠোঁটের জন্য পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন।