মাসের শুরুতেই কিসে কত টাকা খরচ করতে হবে তা লিখে ফেলুন। সেই মতোই টাকা খরচ করুন। দোকান থেকে কেনা খাবার এড়িয়ে চলুন, হোটেল এবং রেস্তোরায় যাওয়া কিছুটা কমাতে পারেন।
ক্রমশ বেড়েই চলেছে জিনিসপত্রের দাম। লাগাম ছাড়া জিনিসের দাম, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে মধ্যবিত্তদের। তাই এখন থেকেই টাকা জমাতে শুরু করতে পারেন। এতে অনেক সমস্যারই সমাধান হতে পারে। বেশ কিছু উপায় রয়েছে যার সাহায্যে টাকা জমাতে পারেন। মাসের শুরুতেই কিসে কত টাকা খরচ করতে হবে তা লিখে ফেলুন। সেই মতোই টাকা খরচ করুন। এতে খরচ কিছুটা কমানো সম্ভব। অনেক সময়ের আমরা বাইরে থেকে কেনা খাবারের পিছনে অনেক টাকা খরচ করি। দোকান থেকে কেনা খাবার এড়িয়ে চলুন, হোটেল এবং রেস্তোরায় যাওয়া কিছুটা কমাতে পারেন। অপ্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ করুন। এতে কিছুটা সাশ্রয় হবে টাকার। অনলাইনে অনেক সময় পেমেন্ট করলে বেশ কিছুটা ছাড় পাওয়া যায়। তাই যেসব পেমেন্ট অনলাইনে করা সম্ভব করুন। যেকোনও জিনিস কেনার সময় দামদর করার অভ্যাস করুন। এতে টাকা অনেকটাই সাশ্রয় হয়।