রাত ১২টা মানেই ঘরে আসবে সান্তা, আর ছোটদের ভরিয়ে দেবে রকমারি উপহারে। এই দিনটার জন্যই সারা বছর অপেক্ষা করে থাকে বাড়ির খুদে সদস্যরা। সান্তার উপহার পেতে মোজা ঝুলিয়ে রাখে অনেকেই। আর তাতেই উপহার দিয়ে যায় সান্তা ক্লজ।
বড়দিনে রাত ১২টা মানেই ঘরে আসবে সান্তা, আর ছোটদের ভরিয়ে দেবে রকমারি উপহারে। এই দিনটার জন্যই সারা বছর অপেক্ষা করে থাকে বাড়ির খুদে সদস্যরা। সান্তার উপহার পেতে মোজা ঝুলিয়ে রাখে অনেকেই। উপহার পেতে কে না ভালোবাসে। তাই প্রতিবছর এই দিনটাই উপহার পাওয়ার আশায় মোজা ঝুলিয়ে রাখে অনেকেই। আর তাতেই উপহার দিয়ে যায় সান্তা ক্লজ। তবে বাড়ির বড়রাই হয়ে ওঠে সান্তা আর দেয় রকমারি উপহার। এমন বেশ কিছু রয়েছে যা হাসি ফোটাতে পারে খুদেদের মুখে। চকলেট সব বাচ্চারাই পছন্দ। তাই সান্তা ক্লজ যদি বাড়ির খুদে সদস্য চকলেট দেয় তার মন ভালো হয়েই যাবে। শীতের মরসুমে বাচ্চাদের রকমারি ব্ল্যাঙ্কেট পাওয়া যায়। তাঁদের উপহার হিসাবে দিতেই পারেন ব্ল্যাঙ্কেট। যদি আপনার বাড়ির খুদে সদস্যটি বই পড়তে ভালোবাসে, তবে তাকে বইও দিতে পারেন।