বছর শেষের উৎসবের আমেজ এখন চারপাশে। বড়দিন নিয়ে মেতে উঠেছে এখন গোটা দেশ। আর সেই উৎসবেই মেতে উঠেছে বেলুড় মঠও। বড়দিনে সেখানে চলছে এখন যিশু খ্রিষ্টের উপাসনা। প্রতিবছরের মতই এবছরও সেখানে চলছে অনুষ্ঠান। চিরাচরিত প্রথা মেনেই এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে সেখানে। মঠের নিয়ম মেনে ২৪ ডিসেম্বর সন্ধ্যা আরতির পরেই শুরু হয় এই বিশেষ অনুষ্ঠান। কেক-প্যাস্ট্রি কেটে বিশেষ প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠের মধ্যে দিয়ে এই উৎসব পালন করা হয় সেখানে। তবে এই অনুষ্ঠানে শুধুমাত্র মঠের সন্যাসীরাই উপস্থিত ছিলেন।