নতুন ফোন কেনার কথা ভাবছেন! বর্তমানে এক ব্রান্ডের ফিচার অন্য ব্রান্ডের মডেলে পাওয়া যায় কম দামেই। তাই প্রতিমুহুর্তে বাজারে আসতে থাকা পণ্যের খোঁজ নিয়েই দোকানে গিয়ে বেছে নিন আপনার পচ্ছন্দের পণ্যটি। দাম কমল নোকিয়া ফোনের। নোকিয়া ৬ গত বছর ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। তার দাম কমে দাঁড়ালো ছয় হাজার টাকা। কোন ফোন এখন বাজারে ট্রেন্ড, কার দাম কত, জেনে নিয়েই পরিকল্পনা করুন নতুন পণ্য কেনার।
বাজারে আসতে চলেছে নতুন ডেক্সটপ বিক্রি সংস্থা। অ্যাপেল তৈরি করছে নতুন আইপ্যাড, আগামী বছরই তা বাজারে আসতে চলেছে।