Room decoration: স্বল্প খরচে সাজিয়ে তুলুন নিজের ঘর, মাথায় রাখুন এই ৫ উপায়

ঘরকে সুন্দরভাবে সবাই সাজিয়ে তুলতে চান। তবে দামি জিনিস দিয়ে ঘর সাজিয়ে তোলা সবার জন্য স্মভব হয়না। বাড়িতে থাকা খুব সাধারণ জিনিস দিয়েও সাজিয়ে তুলতে পারেন ঘর। প্রথমে বসার ঘর সাজান তারপরে অন্য়ান্য সব ঘর সাজান। বাড়িতে অতিথি আসলে বসার ঘরেই প্রথমে বসেন সবাই। রকমারি গাছ দিয়ে অনেকই বাড়ি সাজাতে পছন্দ করেন। সুন্দর রকমারি টবে গাছ লাগিয়ে তা দিয়ে সাজাতেই পারেন। ফেলে দেওয়া বিভিন্ন জিনিসকে কাজে লাগিয়ে ঘর সাজাতে পারেন। এতে খুব বেশি খরচও হবে না। অনেকেই সুন্দর আলো দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন। সুন্দর আলো কিনে তা বতলে ভরেও সাজাতে পারেন ঘর। আলো দিয়ে ঘর সাজানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলো ব্যবহার করতে পারে। কম থেকে বেশি সব দামেই পেয়ে যাবেন। বিছানায় পাততে পারেন সুন্দর চাদর। বিছানায় সুন্দর চাদর পাতলে মনও ভালো থাকে। 

ঘরকে সুন্দরভাবে সবাই সাজিয়ে তুলতে চান। তবে দামি জিনিস দিয়ে ঘর সাজিয়ে তোলা সবার জন্য স্মভব হয়না। বাড়িতে থাকা খুব সাধারণ জিনিস দিয়েও সাজিয়ে তুলতে পারেন ঘর। প্রথমে বসার ঘর সাজান তারপরে অন্য়ান্য সব ঘর সাজান। বাড়িতে অতিথি আসলে বসার ঘরেই প্রথমে বসেন সবাই। রকমারি গাছ দিয়ে অনেকই বাড়ি সাজাতে পছন্দ করেন। সুন্দর রকমারি টবে গাছ লাগিয়ে তা দিয়ে সাজাতেই পারেন। ফেলে দেওয়া বিভিন্ন জিনিসকে কাজে লাগিয়ে ঘর সাজাতে পারেন। এতে খুব বেশি খরচও হবে না। অনেকেই সুন্দর আলো দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন। সুন্দর আলো কিনে তা বতলে ভরেও সাজাতে পারেন ঘর। আলো দিয়ে ঘর সাজানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলো ব্যবহার করতে পারে। কম থেকে বেশি সব দামেই পেয়ে যাবেন। বিছানায় পাততে পারেন সুন্দর চাদর। বিছানায় সুন্দর চাদর পাতলে মনও ভালো থাকে। 

04:20মহিষাসুরমর্দিনি-র স্মৃতিচারণায় এশিয়ানেটনিউজ বাংলার সঙ্গে একান্তে সংযুক্তা বন্দ্যোপাধ্যায়02:02তিন বছরে পড়ল বালুরঘাট অভিযাত্রী পাড়ার বাসন্তী পুজো, অষ্টমী পুজোকে সামনে রেখে হল কুমারী পুজো03:15অল্প বয়সেই মাথায় টাক, সমাধান কি03:56বাসি ভাতের গুণে উজ্জ্বল হবে ত্বক03:19ছেলেদের থেকে পরকিয়া লুকাতে ওস্তাদ মেয়েরা, বলছে সমীক্ষা04:25চেষ্টা করেও সঙ্গীকে সুখ দিতে পারছেন না? মেয়েদের শরীরের এই অংশ নিয়ে জানা নেই আপনার03:54Father's Day 2022 : জেনে নিন কবে প্রথম পালিত হয়েছিল ফাদার্স ডে 03:27বিয়ার বোতল বাদামি বা গাঢ় সবুজ রঙেরই কেন হয়? কারণটা কী03:22আপনি কিভাবে আপনার ফোন ধরেন? উত্তর বলে দেবে আপনি কেমন মানুষ03:15যৌন মিলনের পর মহিলাদের কানে কানে কী কথা বলে থাকেন পুরুষরা