কত বয়সে বিয়ে করলে অনেক দিন বাঁচবেন পুরুষরা? কী বলছে বিশেষ এই সমীক্ষা?
অনেকেই বলেন, ছেলের একটু দেরি করে বিয়ে করা ভাল। তা হলে চাকরি পেয়ে খানিকটা গুছিয়ে নিতে পারবে। কিছুটা কম বয়সের মেয়েকে বিয়ে করলেও সুখী হবে বেশি। এমন নানা ধরনের ধারণার প্রচার রয়েছে সমাজে। বিয়ে নিয়ে যখন সমীক্ষা চালানো হয়, তার মূল বিষয় থাকে সম্পর্কের ধরন। কতটা সুখী হবে দাম্পত্য। কিন্তু দাম্পত্যসুখের আড়ালেই রয়েছে আর একটি বিষয়। তা হল, যাপনসুখ। যে নিজের যাপনের ধরন নিয়ে যতটা সন্তুষ্ট হবে, ততটাই বাড়বে আয়ু। নতুন সমীক্ষা এ বার জোর দিল সে দিকেই।