হাতে আর মাত্র কিছু দিনের অপেক্ষা। তারপরেই রঙের উৎসবে মাতবে গোটা বাংলার মানুষ। রঙদোলে অনেকেই কৃত্রিম রাসায়নিক রঙের ভয়ে রঙ খেলতে চাননা। এবার রঙদোলে ঘরেই বানিয়ে ফেলুন ভেষজ রঙ। জবা ফুল শুকিয়ে গুঁড়ো করে তার মধ্যে ময়দা মিশিয়ে তা লাল রঙ হিসাবে ব্যবহার করা যায়।
হাতে আর মাত্র কিছু দিনের অপেক্ষা। তারপরেই রঙের উৎসবে মাতবে গোটা বাংলার মানুষ। রঙদোলে অনেকেই কৃত্রিম রাসায়নিক রঙের ভয়ে রঙ খেলতে চাননা। এবার রঙদোলে ঘরেই বানিয়ে ফেলুন ভেষজ রঙ। জবা ফুল শুকিয়ে গুঁড়ো করে তার মধ্যে ময়দা মিশিয়ে তা লাল রঙ হিসাবে ব্যবহার করা যায়। নিম পাতা গুঁড়ো করে বা মেহেন্দি পাতা গুঁড়ো করে তার সঙ্গে ময়দা মিশিয়ে তা সবুজ রঙ হিসাবে ব্যবহার করতে পারেন। অপরাজিতা ফুলের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে নীল রঙ হিসাবে ব্যবহার করতে পারেন। বেসনের সঙ্গে হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হলুদ রং। বেসনের বদলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। বিটের একটা সুন্দর রঙ রয়েছে, বিট থেকেও ভালো রঙ পাওয়া যায়। বিটের রস রঙদোলে ব্যবহার করতে পারেন। পলাশ ফুলের একটা সুন্দর রঙ রয়েছে, এই ফুলও গুঁড়ো করে তা রঙ হিসাবে ব্যবহার করতে পারেন।