গুরু নানক দেবজী গুরুপরব বেশি পরিচিত গুরু নানক দেবজী জয়ন্তী হিসাবেই। এদিন প্রথম শিখ গুরুর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এটি শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব। ১৪৬৯ সালে বর্তমানে পাকিস্তানের শেখপুরা জেলায়, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্ম হয়। বিক্রমি ক্যালেন্ডার অনুযায়ী তিনি কট্টকের পুরানমশীতে জন্মগ্রহণ করেন। গুরু নানক বহু জায়গা ভ্রমণ করেছিলেন এবং মানুষের কাছে ঈশ্বরের উপস্থিতির কথা তুলে ধরেছিলেন। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সাম্য, ভ্রাতৃত্ব, ধার্মিকতা ও পুণ্যের কথা তুলে ধরেন। এখানে জেনে নিন গুরু পরব কীভাবে পালিত হয়।
গুরু নানক দেবজী গুরুপরব বেশি পরিচিত গুরু নানক দেবজী জয়ন্তী হিসাবেই। এদিন প্রথম শিখ গুরুর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এটি শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব। ১৪৬৯ সালে বর্তমানে পাকিস্তানের শেখপুরা জেলায়, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্ম হয়। বিক্রমি ক্যালেন্ডার অনুযায়ী তিনি কট্টকের পুরানমশীতে জন্মগ্রহণ করেন। গুরু নানক বহু জায়গা ভ্রমণ করেছিলেন এবং মানুষের কাছে ঈশ্বরের উপস্থিতির কথা তুলে ধরেছিলেন। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সাম্য, ভ্রাতৃত্ব, ধার্মিকতা ও পুণ্যের কথা তুলে ধরেন। এখানে জেনে নিন গুরু পরব কীভাবে পালিত হয়।