পোষ্যদের সবাই বাড়ির সন্তানের মতোই পরিচর্যা করে থাকেন। গরমে সারমেয়দের ‘হিট স্ট্রোক’ হওয়ার সম্ভাবনা থাকে। গরমে সারমেয়দের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। এই সময় তাদের সঠিক খাবার খাওয়া প্রয়োজন।
শীত গিয়ে ইতিমধ্যেই গরমের প্রভাব পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই বেশ গরম অনুভূত হতে শুরু করেছে। এই গরমকালেই মানুষের পাশাপাশি পোষ্যদেরও বিশেষ পরিচর্যা প্রয়োজন। পোষ্যদের (Pet care) সবাই বাড়ির সন্তানের মতোই পরিচর্যা করে থাকেন। গরমে সারমেয়দের (dog) ‘হিট স্ট্রোক’ হওয়ার সম্ভাবনা থাকে। গরমে (summer) সারমেয়দের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। এই সময় তাদের সঠিক খাবার খাওয়া প্রয়োজন। গরমে তৃষ্ণা পাওয়াটাই স্বাভাবিক। গরমকালে তাই সব সময় সারমেয়দের জলের (drinking water) বাটি ভরা আছে কি না সে দিকে নজর রাখুন। লোমের জন্য এই সময় সারমেয়দের কষ্ট হয়। এই সময় পোষ্যের লোম ছোট করে কেটে দিতে পারেন, এতে কষ্ট কমবে। আপনার পোষ্যর ওজনের দিকে বিশেষ নজর দিন। গরমে পোষ্যকে সুস্থ রাখতে ওজন বাড়তে দিলে চলবে না। মেঝেতে ওরা যেখানে বসে সেখানে ভেজা তোয়ালে বিছিয়ে দিতে পারেন। গরমে ভেজা তোয়ালেতে বসলে ওরা আরাম পাবে।