প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এদিন কার্তিক পূর্নিমা উপলক্ষ্যে ভক্তদের ভিড় জমেছে দীঘা সমুদ্র সৈকতে। কারন এই বিশেষ দিন কার্তিক পূর্ণিমার পাশাপাশি পালিত হচ্ছে রাসযাত্রাও।
প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এদিন কার্তিক পূর্নিমা উপলক্ষ্যে ভক্তদের ভিড় জমেছে দীঘা সমুদ্র সৈকতে। কারন এই বিশেষ দিন কার্তিক পূর্ণিমার পাশাপাশি পালিত হচ্ছে রাসযাত্রাও। শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণ কার্তিক মাসের এই পূর্ণিমাতেই বৃন্দাবনে রাধা-সহ সখীদের মেতেছিলেন রাসলীলা। রাস যাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব। এই দিনে বিপুল সংখ্যক ভক্ত সমাবেশ হয়েছে দীঘা সমুদ্র সৈকতে।