আইফোন ১১-এ যে ধরনের ফিচার থাকে, তাকে টেক্কা দিয়ে এবার বাজারে আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস ১১। থাকছে অনবদ্য ফিচার। স্যামসাং-এর এই নতুন ফোন এস ১১-এ থাকতে পারে ১০৮ মেগাপিক্সল ক্যামেরা সেন্সর। তেমনই পরিকল্পনা করা হচ্ছে স্যামসং-এর পক্ষ থেকে। থাকবে আল্ট্রা ওয়াইড লেন্স, তার সঙ্গে থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি। অ্যাপেল আইফোন ১১-এ থাকে ৪০০০ এমএএইচ ব্যাটারি থাকে।
নতুন বছরে বাজারে এই ফোন আনতে চলেছে স্যামসাং। থাকবে আরও অনেক ফিচার, যা এর আগের গ্যালাক্সিকে হার মানাবে। যদি ফোন কেনার পরিকল্পনা থেকে থাকে, তবে অপেক্ষা করা যেতেই পারে এই ফোনটি পকেটজাত করার জন্য।