বড়দিন আসতে আর মাত্র কটা দিনের অপেক্ষা। আর কলকাতায় বড়দিন মানেই পার্কস্ট্রিট। বড়দিনের আগে এখন সেজে উঠেছে পার্কস্ট্রিট। কোথাও বিক্রি হচ্ছে ক্রিসমাস ট্রি আবার কোনও দোকান সেজে উঠেছে বড়দিনের রকমারি জিনিসে। সব মিলিয়ে বছর শেষের উৎসবে সেজে উঠেছে পার্কস্ট্রিট। আর সেইখানেই এবার দেখা গেল মুখ্যমন্ত্রীকে। তাঁর হাত ধরেই উদ্বোধন হল ক্রিসমাস কার্নিভালের।