প্রযুক্তির যুগে কেবল বিবর্তন ঘটেই চলেছে। প্রতিনিয়ত বাজারে আসছে নতুন নতুন মোবাইল, অ্যাপ থেকে আরও কত কী! তাই প্রযুক্তির সঙ্গে আমাদেরও দিনে দিনে এগিয়ে যেতে হবে।
খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে মোটোরোলা ওয়ান। এই ফোনে রয়েছে উন্নত মানের প্রযুক্তি। পিছিয়ে নেই জাওমি-র ফোনও। তারা বাজারে আনতে চলেছে জাওমি রেডমি ৭এ। রেডমি কে২৭এ -ও ভারতের বাজারে শীঘ্রই আসবে।
সম্প্রতি আমাজন কিন্ডল ওয়েসিসের আপগ্রেডেড ভারশন লঞ্চ করেছে। ভিভো-ও তাদের নতুন ফোন বাজারে আনতে চলেছে। এটি একটি ৫জি ফোন।