নেতাজির জন্ম দিবস উদযাপন করছে গোটা দেশ। নেতাজির আদর্শে আজও অনুপ্রাণীত দেশের মানুষ। তাঁর আদর্শ জাগিয়ে তোলে মানুষের সমাজ চেতনাকে। 'তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব'। এই আদর্শেই বিশ্বাসী ছিলেন নেতাজি। রক্তদিয়ে স্বাধীনতার জন্য লড়াই করা প্রয়োজন। এমনটাই মনে করতেন তিনি। 'স্বাধীনতা কেও দেয় না তা ছিনিয়ে নিতে হয়'। এই চিন্তা ধারায় তিনি বিশ্বাসী ছলেন। তাঁর এই চিন্তা ধারার জন্য তাঁকে আজও মানুষ স্মরণ করে। দেশের জন্য জন্য এই বীর বিপ্লবীর বলিদান চিরস্মরনীয়। আজও মানুষ স্মরণ করেন এই বীর সংগ্রামীকে। তাঁর কথা আজও মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলে।