দেশ জুড়ে পালিত হচ্ছে নেতাজির ১২৫ তম জন্মদিবস। বীর সংগ্রামীর জন্মদিবসে আবেগ তাড়িত গোটা দেশ। ১৮৯৭ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। ওড়িশার কটকে তাঁর জন্ম হয়। বাবা ছিলেন আইনজীবী জানকীনাথ বসু ও মা প্রভাবতী দেবী। ষষ্ঠ শ্রেণি অবধি কটকের ইংরেজি স্কুলে পড়াশোনা। পরে কলকাতার স্কটিশ চার্চ কলেজ দর্শনে স্নাতক পাশ। বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ছিলেন তাঁর গুরু। ২০ বছরে মোট ১১ বার গ্রেফতার হয়েছিলেন তিনি। দেশের জন্য জন্য এই বীর বিপ্লবীর বলিদান চির স্মরনীয়। তাই আজও মানুষ স্মরণ করেন এই বীর সংগ্রামীকে।