ভারতের বাজারে আসছে তিনটি নতুন ডিজিটাল গ্যাজেট
এলজি জি ৮ এ পাম অথেন্টিকেশন করা যায়। অর্থাৎ হাতের তালু দিয়ে ফোনের লক খোলা যায়। এবার এই ফোনটি বাজারে আসছে। এছাড়া আসছে রিয়েলমি এক্স। ভারতে আসছে হুয়াই ট্যাবলেট টি ফআইভ। বাজারে আসছে স্যামসং গ্যালাক্সি নোট ১০।