রাসায়নিক দেওয়া রঙ ছেড়ে কী চুলের জন্য প্রাকৃতিক রঙের কথা ভাবছেন? তবে ব্যবহার করতে পারেন চায়ের পাতা। একটু কড়া করে লিকার বানিয়ে নিন। সেই লিকার চুলে দিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন, দেখবেন পাকা চুল উধাও। চা এবং কফি মিশিয়ে লিকার বানিয়ে। সেই লিকার চুলে দিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন এতেও চুলের সাদা ভাব দূর হয়। ৫ চামচ চা পাতার সঙ্গে ৫ টি তুলসি পাতা দিয়ে ফুটে নিন। এই মিশ্রণটি চুলে ব্যবহার করলে ভালো ফল পাবেন। চায়ের সঙ্গে রোজমেরি এবং ওরিগেনো মিশিয়ে ফুটিয়ে নিন। এই মিশ্রণটিও চুল কালো করতে যথেষ্ট কার্যকরী।
রাসায়নিক দেওয়া রঙ ছেড়ে কী চুলের জন্য প্রাকৃতিক রঙের কথা ভাবছেন? তবে ব্যবহার করতে পারেন চায়ের পাতা। একটু কড়া করে লিকার বানিয়ে নিন। সেই লিকার চুলে দিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন, দেখবেন পাকা চুল উধাও। চা এবং কফি মিশিয়ে লিকার বানিয়ে। সেই লিকার চুলে দিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন এতেও চুলের সাদা ভাব দূর হয়। ৫ চামচ চা পাতার সঙ্গে ৫ টি তুলসি পাতা দিয়ে ফুটে নিন। এই মিশ্রণটি চুলে ব্যবহার করলে ভালো ফল পাবেন। চায়ের সঙ্গে রোজমেরি এবং ওরিগেনো মিশিয়ে ফুটিয়ে নিন। এই মিশ্রণটিও চুল কালো করতে যথেষ্ট কার্যকরী।