কোভিড হাসপাতালে অস্বাস্থ্য়কর পরিবেশ, প্রতিবাদে রাস্তায় রোগীরা

  • কোভিড হাসপাতালের খাবার নিম্নমানের অভিযোগ
  • প্রতিবাদে প্রকাশ্য রাস্তায় বিক্ষোভ রোগীদের
  • জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়
     

সঞ্জীব কুমার দুবে, পূর্ব মেদিনীপুর- ফের প্রকাশ্যে এল কোভিড হাসপাতালের বেহাল অবস্থা। হাসপাতালের ভিতর অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের রাখার অভিযোগ। শুধু তাই নয়, তাঁদের যে সব খাবার সরবরাহ করা হয়, তাও অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ করলেন কোভিড হাসপাতালে থাকা রোগীরা। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তাঁরা।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর সঞ্জিবনী কোভিড হাসপাতালে। মঙ্গলবার সকালে হাসপাতাল লাগোয়া ১১৬বি জাতীয় সড়ক আচমকাই অবরোধ করেন করোনা আক্রান্ত রোগীরা। কোভিড হাসপাতাল থেকে প্রকাশ্যে রোগীদের দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। রাস্তার উপর কোভিড আক্রান্ত রোগীদের দেখে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। হাসপাতালের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিষেবার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করেন কোভিড আক্রান্তরা। এক কোভিড আক্রান্ত রোগীর অভিযোগ, ''হাসপাতালের ভিতর কোভিড রোগীদের জন্য বরাদ্দ খাবার খুবই নিম্নমানের। খাবার এতটাই খারাপ যে মুখে নেওয়া যায় না। সকালে টিফিন দেওয়া হলেও বাসি রুটি গরম করে তাঁদের দিয়ে দেওয়া হয়। কোভিড হাসপাতালের ভিতরকার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। এই অবস্থায় আমরা বাঁচব কীভাবে, সুস্থ হয়ে বাড়ি ফেরার আগেই এখানেই আমাদের মৃত্যু হবে''। জাতীয় সড়কের উপর কোভিড আক্রান্ত রোগীদের অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেয় পুলিশ। এরপরই জাতীয় সড়ক থেকে বিক্ষোভ উঠে যায়। 

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা