পাকিস্তানের ট্রেনে বিধ্বসী আগুন। তেজগাম এক্সপ্রেসে ভয়াবহ এই আগুন লাগে। করাচি থেকে রাওয়ালপিণ্ডি যাওয়ার পথে পঞ্জাব প্রদেশের লিয়াকৎপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রেনের তিনটি কামরা।
পাকিস্তানের ট্রেনে বিধ্বসী আগুন। তেজগাম এক্সপ্রেসে ভয়াবহ এই আগুন লাগে। করাচি থেকে রাওয়ালপিণ্ডি যাওয়ার পথে পঞ্জাব প্রদেশের লিয়াকৎপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রেনের তিনটি কামরা। এই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষ ৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রেনে গ্যাস সিলিন্ডার ফেটেই এই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ট্রেনের মধ্যে কয়েকজন যাত্রী সকালের খাবার বানাচ্ছিলেন। সেই সময় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।