ইমরানের অনুমোদন বাতিল, সেনাপ্রধানকে নিয়ে অভূতপূর্ব পদক্ষেপ পাক সুপ্রিম কোর্টের


অভূতপূর্ব পদক্ষেপ পাকিস্তানের সুপ্রিম কোর্টের, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার তিন বছরের মেয়াদ বৃদ্ধির বিজ্ঞপ্তিটি বাতিল করে দিল শীর্ষ আদালত। ২৯ নভেম্বর বাজওয়ার অবসর গ্রহণ, তার ঠিক আগেই এই পদক্ষেপটি গ্রহণ করা হল। 

অভূতপূর্ব পদক্ষেপ পাকিস্তানের সুপ্রিম কোর্টের, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার তিন বছরের মেয়াদ বৃদ্ধির বিজ্ঞপ্তিটি বাতিল করে দিল শীর্ষ আদালত। ২৯ নভেম্বর বাজওয়ার অবসর গ্রহণ, তার ঠিক আগেই এই পদক্ষেপটি গ্রহণ করা হল। 

গত ১৯ অগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জেনারেল বাজওয়ার মেয়াদ আরও তিন বছর বাড়ানোর বিষয়ে অনুমোদন দেন। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি আসিফ সইদ খোসা বলেন সেনাপ্রধানের কর্মকালের মেয়াদ বাড়ানোর ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের রয়েছে। তিনি আরও বলেন মন্ত্রিসভায় আলোচনার সময় ২৫ জন সদস্যের মধ্যে কেবল মাত্র ১১ জন এই বিষয়ে অনুমোদন দিয়েছিল। 

রইজ রাহি নামে এক ব্যক্তি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছিলেন, পরে তিনি অবশ্য তা প্রত্যাহারের জন্য আবেদন করেন। তবে খোসা সেই আবেদন বাতিল করেন এবং ১৮৪ অনুচ্ছেদের আওতায় জনস্বার্থ মামলা হিসাবে পূর্ববর্তী আবেদনটি গ্রহণ করেন। 

তবে ইতিমধ্যে কিছু উদ্বেগজনক লক্ষণ চোখে পড়ছে। পাকিস্তানি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটি অবরুদ্ধ হয়ে রয়েছে, সেকারণে রায়ের লিখিত বয়ানটি উপলব্ধ হচ্ছে না। পাকিস্তানের রাষ্ট্রপতির ওয়েবসাইটটিরও একই অবস্থা। আগামী কয়েকদিন যদি এই পরিস্থিতি থাকে তাহলে বোঝা যাবে সেনাবাহিনী বিষয়টি নিয়ে কীভাবে নাক গলাচ্ছে। তাই প্রশ্ন থেকে যাচ্ছে আমরা কি পাকিস্তানের আরও একটি সামরিক অভ্যুত্থান দেখতে চলেছি?

01:19Viral Video : বাইকে বসে হস্তমৈথুন করতে করতে মহিলাদের গাড়িকে ধাওয়া, দেখুন ভিডিও02:06Imran Khan : তিন বছরের জন্য জেলযাত্রা প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর, যাওয়ার আগে ভিডিও বার্তা ইমরানের03:53পদযাত্রায় চলল গুলি, পাকিস্তানে জাফরালী খান চকে গুলিবিদ্ধ ইমরান খান, আহত আরও ৪03:09৪৯ ডিগ্রি সেন্টিগ্রেডে গলে গেল হিমবাহ, জলের তোড়ে ভেসে গেল ঐতিহাসিক সেতু02:20এক সময় মেয়েদের হার্টথ্রব ছিলেন, রেখা-মুনমুন সেনের সঙ্গে নামও জড়িয়েছিল ইমরান খানের02:33এই মুহূর্তে বিশ্বের ৫ টি বড় খবর01:04নাগরিকত্ব বিল নিয়ে উত্তাল দেশ, এর মাঝেই ভারতীয় নাগরিকত্ব পেলেন এক পাকিস্তানি01:00ব্রিটিশ ভারতের দিল্লিতে জন্ম মুশারফের, মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রাক্তন এই পাক প্রসিডেন্টের সঙ্গে কেমন ছিল ভারতের সম্পর্ক01:30ইমরানের অনুমোদন বাতিল, সেনাপ্রধানকে নিয়ে অভূতপূর্ব পদক্ষেপ পাক সুপ্রিম কোর্টের