কোনও সুস্থ সম্পর্কে 'ইমোশনাল ম্যানিপুলেশন' থাকা কখনই উচিত নয়, এই সমস্যা ডেকে আনতে পারে বড় বিপদ

ভালোবাসার সম্পর্কে অনেক পার্টনারেরই হুমকি দেওয়ার প্রবনতা থাকে। এমনটা হলে আগে থেকেই সতর্ক হয়ে যান। অনেকেরই সন্দেহ করার মানসিকতা থাকে। পার্টনার এমন হলে তাঁর এমন মানসিকতা পরিবর্তন করার চেষ্টা করুন। অনেকেই পার্টনারকে ছোট করেন বা গায়ে হাত তোলেন। এমন সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ায় ভালো। আপনার পার্টনার আপনাকে সব সময় ভুল প্রমাণ করতে চাইছেন না তো। তাহলে এখনই সতর্ক হয়ে যান। অনেক পার্টনারেরই ইমোশনাল ব্ল্যাকমেলাররা (Emotional blackmail) করার প্রবণতা। মাথায় রাখবেন এটা কিন্তু একে বারেই ভালো লক্ষণ নয়। 

ভালোবাসার সম্পর্কে অনেক পার্টনারেরই হুমকি দেওয়ার প্রবনতা থাকে। এমনটা হলে আগে থেকেই সতর্ক হয়ে যান। অনেকেরই সন্দেহ করার মানসিকতা থাকে। পার্টনার এমন হলে তাঁর এমন মানসিকতা পরিবর্তন করার চেষ্টা করুন। অনেকেই পার্টনারকে ছোট করেন বা গায়ে হাত তোলেন। এমন সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ায় ভালো। আপনার পার্টনার আপনাকে সব সময় ভুল প্রমাণ করতে চাইছেন না তো। তাহলে এখনই সতর্ক হয়ে যান। অনেক পার্টনারেরই ইমোশনাল ব্ল্যাকমেলাররা (Emotional blackmail) করার প্রবণতা। মাথায় রাখবেন এটা কিন্তু একে বারেই ভালো লক্ষণ নয়। 

03:39প্রকাশ্যে বেবি বাম্প, রনবীর অয়নের সাথে ব্রহ্মাস্ত্র-এর প্রচারে আলিয়া03:15হস্তমৈথুন শরীরের জন্য উপকারী, কি বলছেন বিশেষজ্ঞরা01:45বাড়ছে পুরুষদের বন্ধ্যাত্বের সমস্যা, জেনে নিন কেন দেখা দেয় Male infertility03:17কাছে আসা-নিজেকে সম্মান করা, এমন ৫টি জিনিস পালন করলে আপনার সম্পর্ক হবে চিরস্থায়ী 04:37হাসপাতালের সামনে স্ত্রীকে বাটাম দিয়ে মারল স্বামী, ঋণের কিস্তির টাকা নিয়ে প্রকাশ্যে দাম্পত্য বিবাদ 01:58দাম্পত্য সুখের রাখতে চান? তাহলে রাতের বেলা বিছানায় গিয়ে অবশ্যই এই কাজগুলি করুন 02:45স্ত্রীর হাত কেটে দিল স্বামী, সরকারি নার্সের চাকরি পাওয়ার 'সাজা' পেলেন মহিলা 01:33বড়সড় পতন সোনার দামে, দারুণ সস্তা হল রূপো03:15দেওয়ালের কোন রং বাড়িয়ে দেয় যৌনতার তীব্রতা? কী বলছেন বিশেষজ্ঞরা দেখুন01:55স্বামী হিসেবে এই চার রাশির জাতক সেরা, স্ত্রীকে খুশি রাখতে এরা তৈরি থাকে