মেয়েদের রূপের পাশাপাশি বেশ কিছু গুণ পুরুষদের সব সময় আকর্ষণ করে। কথায় আছে 'সংসার সুখের হয় রমণীর গুণে'। তবে শুধু রমণীর গুণই নয় সংসারে সুখের জন্য দু'জনকেই একে অপরকে বোঝাটা অত্যন্ত প্রয়োজন।
মেয়েদের রূপের পাশাপাশি বেশ কিছু গুণ পুরুষদের সব সময় আকর্ষণ (attractive girl) করে। কথায় আছে 'সংসার সুখের হয় রমণীর গুণে' (relationship)। তবে শুধু রমণীর গুণই নয় সংসারে সুখের জন্য দু'জনকেই একে অপরকে বোঝাটা অত্যন্ত প্রয়োজন। পুরুষরা এমন নারীকেই জীবনসঙ্গী হিসাবেও পেতে চান। এখন মেয়েরাও পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। এখনকার পুরুষরা তাই লড়াকু মানসিকতার মেয়েদের বেশি পছন্দ করে। যে নরীরা পুরুষদের যেকোনও কাজে উৎসাহ দেন তাদের অধিকাংশ পুরুষরাই পছন্দ করেন। সব মানুষই একজন ভালো বন্ধু খোঁজেন, যে মেয়েদের মধ্যে এই গুণ থাকে তাঁকে সব পুরুষরাই পছন্দ করে। পুরুষরা সবসময় এমন একজন সঙ্গী খোঁজেন যারা যেকোনও পরিস্থিতিতে সঙ্গ দিতে পারে। যাঁর সঙ্গে মনের সব কথা বলা যায়। অনেকেই খুব সরল এবং সাধারণ হয়, এই ধরনের নারীদের অধিকাংশ পুরুষরাই পছন্দ করে থাকে।