দুবাই মানেই এক স্বপ্নমাখা দেশ। দুবাই মানে অত্যাধুনিক জীবন, বিশাল বিশাল সব ইমারত। মধ্যপ্রাচ্যের এক আন্তর্জাতিক ইকোনমিক করিডর এখন দুবাই। দুবাই এখন বিশ্বের সমস্ত উন্নত দেশের কাছে এক বিস্ময়। দুবাই বিশ্বের অন্যতম বৃহত্তম কসমোপলিটন শহর বলেই খ্যাত।
দুবাই মানেই এক স্বপ্নমাখা দেশ। দুবাই মানে অত্যাধুনিক জীবন, বিশাল বিশাল সব ইমারত। মধ্যপ্রাচ্যের এক আন্তর্জাতিক ইকোনমিক করিডর এখন দুবাই। দুবাই এখন বিশ্বের সমস্ত উন্নত দেশের কাছে এক বিস্ময়। দুবাই বিশ্বের অন্যতম বৃহত্তম কসমোপলিটন শহর বলেই খ্যাত। ইতিহাস বলছে সিন্ধু ও মেসোপটেমিয়া সভ্যতার অস্তিত্ব ছিল দুবাই-এ। বাণিজ্যিক আদানপ্রদান ছিল সিন্ধু সভ্যতা এবং দুবাই-এর মধ্যে। ১৮২৩ সালের একটি তথ্য অনুযায়ী এটা ছিল মাছ ধরার ছোট্ট গ্রাম। দুবাই-এর আকর্ষণ বিশ্বের কাছে বাড়িয়ে তোলে সোনার সস্তা দাম। দুবাই-মরুভূমির অংশ হওয়ায় এখানে তাপমাত্রা খুবই চড়া। দুবাই-এর স্থাপত্য চোখে পড়ার মতো। এখানে সম্প্রতি তৈরি হয়েছে মিউজিয়াম অফ দ্য ফিউচার। এছাড়াও বিশ্বের সর্বোচ্চ বহুতন বুর্জ খলিফা এই দুবাই-এ। বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্ব থেকে শুরু করে সেলিব্রিটি সকলেরই দুবাই-এর কোথাও না কোথাও স্থায়ী ঠিকানা তৈরি করা রয়েছে। পর্যটক হিসাবে তবে আপনি পা বাড়াতেই পারেন দুবাই-এ। ভারত থেকে দুবাই-এর বিমান ভাড়া ৫০ থেকে ৬০ হাজার টাকা। পকেটে দেড় লক্ষ টাকা নিয়ে ২জন মিলে ঘুরতে যেতেই পারেন দুবাইয়ে।