এই দেশে সোনা সব থেকে সস্তা, ছুটি কাটাতে যেতেই পারেন এখানে

দুবাই মানেই এক স্বপ্নমাখা দেশ। দুবাই মানে অত্যাধুনিক জীবন, বিশাল বিশাল সব ইমারত। মধ্যপ্রাচ্যের এক আন্তর্জাতিক ইকোনমিক করিডর এখন দুবাই। দুবাই এখন বিশ্বের সমস্ত উন্নত দেশের কাছে এক বিস্ময়। দুবাই বিশ্বের অন্যতম বৃহত্তম কসমোপলিটন শহর বলেই খ্যাত।

দুবাই মানেই এক স্বপ্নমাখা দেশ। দুবাই মানে অত্যাধুনিক জীবন, বিশাল বিশাল সব ইমারত। মধ্যপ্রাচ্যের এক আন্তর্জাতিক ইকোনমিক করিডর এখন দুবাই। দুবাই এখন বিশ্বের সমস্ত উন্নত দেশের কাছে এক বিস্ময়। দুবাই বিশ্বের অন্যতম বৃহত্তম কসমোপলিটন শহর বলেই খ্যাত। ইতিহাস বলছে সিন্ধু ও মেসোপটেমিয়া সভ্যতার অস্তিত্ব ছিল দুবাই-এ। বাণিজ্যিক আদানপ্রদান ছিল সিন্ধু সভ্যতা এবং দুবাই-এর মধ্যে। ১৮২৩ সালের একটি তথ্য অনুযায়ী এটা ছিল মাছ ধরার ছোট্ট গ্রাম। দুবাই-এর আকর্ষণ বিশ্বের কাছে বাড়িয়ে তোলে সোনার সস্তা দাম। দুবাই-মরুভূমির অংশ হওয়ায় এখানে তাপমাত্রা খুবই চড়া। দুবাই-এর স্থাপত্য চোখে পড়ার মতো। এখানে সম্প্রতি তৈরি হয়েছে মিউজিয়াম অফ দ্য ফিউচার। এছাড়াও বিশ্বের সর্বোচ্চ বহুতন বুর্জ খলিফা এই দুবাই-এ। বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্ব থেকে শুরু করে সেলিব্রিটি সকলেরই দুবাই-এর কোথাও না কোথাও স্থায়ী ঠিকানা তৈরি করা রয়েছে। পর্যটক হিসাবে তবে আপনি পা বাড়াতেই পারেন দুবাই-এ। ভারত থেকে দুবাই-এর বিমান ভাড়া ৫০ থেকে ৬০ হাজার টাকা। পকেটে দেড় লক্ষ টাকা নিয়ে ২জন মিলে ঘুরতে যেতেই পারেন দুবাইয়ে।

03:32নেপালে কয়েক হাজার ফুট থেকে শূন্যে ঝাঁপ, অভিনেত্রী দেবলীনা যেন পাখি!01:53সাদা-আসমানি বিকিনিতে সমুদ্র তীরে উষ্ণতা ছড়াচ্ছেন মিমি, ছুটির মেজাজে অভিনেত্রী সাংসদ 03:40২ বছর পর 'অফলাইন জামাইষষ্টী', কেমন যাচ্ছে বাজারদর 01:45কী দরে বিকোচ্ছে পেট্রোল ডিজেল সারা দেশে02:39একা ঘুরতে যাওয়ার সেরা ৫ ঠিকানা, যেখানে নিশ্চিন্তে যেতে পারেন মহিলারা02:39উত্তর থেকে দক্ষিণ, গরমে কলকাতায় প্রেমের সেরা ৫ ঠিকানা 02:54ডেস্টিনেশন ওয়েডিং-এর সেরা ৫ ঠিকানা, যা কলকাতার খুব কাছে01:40ওয়ার্ল্ড হেরিটেজ ডে-র বিশেষ দিনে দেখে নিন ভারতের সেরা ৫ হেরিটেজ সাইট03:38বিদেশ ভ্রমণের সেরা ৫ ঠিকানা, ভারত থেকে এই ৫ জায়গায় যেতে সময় লাগে ৫ঘন্টারও কম 02:06গরমের ছুটিতে ঘুরতে যেতেই পারেন এই ৫ জায়গায়