৬ ফেব্রুয়ারি বৈষ্ণবতীর্থ নবদ্বীপে যাচ্ছেন জেপি নাড্ডা। সেখান থেকেই সূচনা হবে বিজেপির 'পরিবর্তন যাত্রার'। তার আগে ভূমি পুজো এবং হোম-যজ্ঞ চটির মাঠে। হোম যজ্ঞের আয়োজন করে বিজেপি নেতৃত্বরা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির উত্তর সাংগঠনিক জেলার সভাপতি আশুতোষ পাল, উত্তরসাংগঠনিক জেলার সম্পাদক তথা পরিবর্তন যাত্রার নবদ্বীপের দায়িত্ব থাকা কনভেনার নবীন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। তবে এখনও মেলেনি সভার অনুমতি।