'কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক', পার্থ-র নাম না করেই বিস্ফোরক মমতা। পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ না করেই তির্যক মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বঙ্গবিভূষণের মঞ্চে থেকে এদিন তোপ দাগলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি আজ শোকাহত, সবাই সাধু বলছি না, কেউ যদি দোষী হয় যাবজ্জীবন কারাদণ্ড হোক'। তিনি আরও বলে, একজন মহিলা সেখানে দাঁড়িয়ে ছিল, আরে সে নাকি পার্থর বন্ধু, আমি কি ভগবান জানব কে কার বন্ধু, বল দেখনি এ মহামুশকিল'। 'কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক'।
'কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক', পার্থ-র নাম না করেই বিস্ফোরক মমতা। পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ না করেই তির্যক মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বঙ্গবিভূষণের মঞ্চে থেকে এদিন তোপ দাগলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি আজ শোকাহত, সবাই সাধু বলছি না, কেউ যদি দোষী হয় যাবজ্জীবন কারাদণ্ড হোক'। তিনি আরও বলে, একজন মহিলা সেখানে দাঁড়িয়ে ছিল, আরে সে নাকি পার্থর বন্ধু, আমি কি ভগবান জানব কে কার বন্ধু, বল দেখনি এ মহামুশকিল'। 'কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক'।