কোন্নগরে আইপিএল -এর বেটিং চক্র চালানোর অভিযোগে আট জনকে গ্রেফতার করলো উত্তরপাড়া থানার পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পায় কোন্নগর ধর্মডাঙ্গা এলাকায় একটি বাড়িতে বেশ কিছু যুবক মিলে বেটিং চালাচ্ছে। সোমবার রাতেই উত্তরপাড়া থানার একটি টীম সেই বাড়িতে গিয়ে পৌঁছালে হাতেনাতে ধরে ফেলে তাঁদের। জানা গিয়েছে জনৈক সনু নামে এক যুবক ওই বাড়িতে ভাড়া থাকতেন। সেই এই বেটিং চক্রের মাথা। এছাড়া পার্শ্ববর্তী এলাকার কিছু যুবক মিলে এই কাজ আরম্ভ করেছিলেন। পুলিশ জানিয়েছেন তাঁদেরকে হাতেনাতে ধরার পাশাপাশি নগদ একলক্ষ পঁচিশ হাজার টাকা, দশটা মোবাইল ফোন এবং কিছু নোটবুক পাওয়া গিয়েছে। এদিন ধৃতদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের জেল হয়েছে তাঁদের।