সম্প্রতি ফেসবুক ও টুইটারে প্রয়াত মুসলিম লীগের সিনিয়র নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রয়ান দিবস উপলক্ষে শোক জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে কলকাতার একটি ব্লগিং সাইট ও ফেসবুক পেজ “দ্যা বেঙ্গল আউল এ শুরু হয় তিব্র বিতর্ক । ১৯৪৬ সালের আগস্ট মাসে কলকাতায় হিন্দু – মুসলিম সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা প্রবাহ তুলে একাধিক বিতর্কিত পোস্ট করা হয় বলে অভিযোগ। এই পোস্ট শেয়ার করেন বিজেপির রাজ্য নেত্রীত্ব দেবজিত সরকার সহ একাধিক বিজেপি নেতা। এই ঘটনায় স্যোসাল সাইটে বিতর্কিত পোস্টের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট ও গুজব ছড়ানো সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয় হাওড়া জেলার সাইবার ক্রাইম শাখায়। অভিযোগ পাওয়ার পরেই সক্রিয় হয়ে উঠে পুলিশ। কলকাতার লেকটাউন অঞ্চল থেকে গ্রেফাতার করা হয় ব্লগিং সাইট ও ফেসবুক পেজটির অ্যাডমিন শুভ সেনগুপ্তকে। গোটা ঘটনায় পশ্চিমবঙ্গে বাক স্বাধিনতা নেই বলে অভিযোগ করছেন ফেসবুক পেজটির আরেক অ্যাডমিন সায়ন দাস। সরকার বিরোধী সমালোচোনার জেরেই এই গ্রেফতারির ঘটনা বলেও অভিযোগ করেন তিনি। সোমবার অভিযুক্তকে হাওড়া জেলা আদালতে তোলা হয়েছে।