সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার পচা-গলা দেহ, অতঙ্কিত বাড়ির মালিক

  • বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার পচা-গলা দেহ
  • সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে উদ্ধার হয় দেহ
  • ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে
  • মহিলার দেহ বলেই প্রাথমিক অনুমান পুলিশের 

সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে উদ্ধার হল পচা-গলা দেহ। মঙ্গলবার সন্ধ্যায় দেহটি উদ্ধার হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার কড়াকাটি গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ। তারাই গিয়ে দেহটি উদ্ধার করে। দেহটি কার এবং কিভাবে সেখানে এল তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান দেহটি কোন মহিলার এবং খুন করে তাঁকে সেখানে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, মাস দুয়েক আগে পেশায় স্কুল শিক্ষক কৌশিক ঘোষ নামে এক ব্যক্তির কাছ থেকে এই বাড়িটি কেনেন অনুপ গুপ্তা নামে এক স্থানীয় ব্যবসায়ী। বাড়ি কেনার পর সেটিকে বসবাসের যোগ্য করে তুলতে রাজমিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছিলেন অনুপ। মঙ্গলবার বাড়িটির সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে নামেন প্রশান্ত বর নামে এক মিস্ত্রি। কিছুটা পরিস্কার করার পরই সেখানে একটি পচাগলা দেহ দেখতে পায় সে। তড়িঘড়ি এ বিষয়ে থানায় যোগাযোগ করলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা