সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে উদ্ধার হল পচা-গলা দেহ। মঙ্গলবার সন্ধ্যায় দেহটি উদ্ধার হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার কড়াকাটি গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ। তারাই গিয়ে দেহটি উদ্ধার করে। দেহটি কার এবং কিভাবে সেখানে এল তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান দেহটি কোন মহিলার এবং খুন করে তাঁকে সেখানে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, মাস দুয়েক আগে পেশায় স্কুল শিক্ষক কৌশিক ঘোষ নামে এক ব্যক্তির কাছ থেকে এই বাড়িটি কেনেন অনুপ গুপ্তা নামে এক স্থানীয় ব্যবসায়ী। বাড়ি কেনার পর সেটিকে বসবাসের যোগ্য করে তুলতে রাজমিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছিলেন অনুপ। মঙ্গলবার বাড়িটির সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে নামেন প্রশান্ত বর নামে এক মিস্ত্রি। কিছুটা পরিস্কার করার পরই সেখানে একটি পচাগলা দেহ দেখতে পায় সে। তড়িঘড়ি এ বিষয়ে থানায় যোগাযোগ করলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।