হোলির সন্ধ্যায় বসিরহাট স্টেশনে একদল যুবকের তাণ্ডব, চলল গুলি, আক্রান্ত ৪ কনস্টেবল

হোলির সন্ধ্যায় বসিরহাট স্টেশনে একদল যুবকের তাণ্ডব। বসিরহাট স্টেশানে গুলি চলার অভিযোগ। সেখানে ৪ কনস্টেবলকে মারধরও করার অভিযোগ। কনস্টেবলদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হন এসআই বিনয় রায়। ৫-৬ জন যুবক মিলে তাণ্ডব চালায় বলে অভিযোগ।

হোলির বিকেলে একদল যুবকের তাণ্ডবের শিকার হতে হল রেলের নিরাপত্তা বাহিনীকে। শিয়ালদহ-হাসনাবাদ শাখার বসিরহাট রেলওয়ে স্টেশনের ঘটনা। শুক্রবার সন্ধ্যায় বসিরহাট রেলওয়ে স্টেশনের স্টাফ কোয়ার্টারের সামনে ডিউটি করছিলেন আরপিএফ-এর দুই কনস্টেবল। সেই সময় তাদের উপর হঠাৎই চড়াও হয় রং মাখা একদল যুবক। তারা ৫-৬ জন মিলে ওই দুই কর্মরত কনস্টেবলকে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গে নিজের দপ্তর থেকে বেরিয়ে আসেন বসিরহাট রেলওয়ে স্টেশনের আরপিএফ এর দায়িত্ব প্রাপ্ত আধিকারিক বিনয় রায়। তিনি ওই দুই কনস্টেবলকে বাঁচাতে গেলে তিনিও আক্রান্ত হন। তাকেও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। যার জেরে তার মাথাও ফেটে যায়। মাথা ফাটে আরো এক কনস্টেবলের। ঘটনার পর আরপিএফ ও বসিরহাট জিআরপি একাধিক পুলিশের দল ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই যুবকরা শূন্যে গুলি চালিয়ে পালিয়ে যায়। তখন তারা ওই ৪ পুলিশ কর্মীকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর দুই কনস্টেবলকে ছেড়ে দেওয়া হলেও গুরুতরভাবে মাথায় চোট পাওয়ায় কনস্টেবল রাম প্রতাপ প্যাটেল (৩০) ও বসিরহাট রেলস্টেশন আরপিএফ-এর অফিসার ইনচার্জ এসআই বিনয় রায় (৫২)-কে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসার জন‍্য ভর্তি করা হয়। আক্রান্ত ওসি বিনয় রায় বলেন, 'অতর্কিতে এই আক্রমণে আমরা হকচকিয়ে উঠি, ঠিক কি কারণে ঘটনাটি ঘটলো তা আমরা ঠিক বলতে পারছি না। তবে ঘটনার নেপথ্যে ঠিক কি রয়েছে সেটা তদন্ত করলে জানা যাবে।' 

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা