'আপনি তৃণমূলের শক্র।' খোদ আইসি-কে আঙুল উঁচিয়ে ধমক দিচ্ছেন এক তৃণমূল নেত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরায়। ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও-তে যে তৃণমূলনেত্রীকে দেখা যাচ্ছে, তাঁর নাম মল্লিকা চোঙদার। গুসকরায় শাসকদলের দাপুটে নেত্রী হিসেবেই পরিচিত তিনি। একসময়ে গুসকরা পুরসভার কাউন্সিলর ছিলেন মল্লিকা। জানা গিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় গুসকরা পুরসভার পিছনের জনবসতি এলাকায় জুয়ার আসর বসেছিল। প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। বেশ কয়েকজনকে আটকেও রাখা হয়। ঘটনাচক্রে সেই সময় ওই এলাকা দিয়েই যাচ্ছিল পুলিশের এক টহলদারি ভ্যান। গন্ডগোল দেখে দাঁড়িয়ে পড়েন পুলিশকর্মীরা। ঘটনাস্থলে যান গুসকরা থানার আইসি স্নেহময় চক্রবর্তীও। এরপরই অনুগামীদের নিয়ে সেখানে হাজির হন তৃণমূলনেত্রী মল্লিকা চোঙদারও। সকলের সামনে আঙুল উঁচিয়ে আইসি স্নেহময় চক্রবর্তীকে ধমক দেন তিনি।