পাঁচ মাস ধরে এভাবেই মেদিনীপুর শহরের ফ্লাই ওভারের তলায় অসহায় অবস্থায় এক ব্যাক্তি পড়ে রয়েছে, বাড়ি থেকেও কেউ খোঁজ খবর নেয়নি
মেদিনীপুর শহরের ফ্লাই ওভারের তলায় পড়ে রয়েছে এক ব্যাক্তি | পাঁচ মাস ধরে এভাবেই পড়ে রয়েছে বছর চল্লিশের সুকুমার ঘোষ নামে ওই ব্যাক্তি | হাঁটাচলা করা তো দুরের কথা উঠে বসার ক্ষমতা নেই তার | মাস পাঁচেক আগে নির্মানের কাজ করতে মেদিনীপুরে এসেছিল ওই ব্যাক্তি | এখানে এসে অসুস্থ হয়ে পড়লে, আর তার বাড়ি ফেরা হয় নি | বাড়ি থেকেও কেউ খোঁজ খবর নেয়নি তার |