স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকায়। সূত্রের খবর, নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঘূর্ণি হালদারপাড়া এলাকার বাসিন্দা অনিমেষ মন্ডল, পেশায় জেলে। পাঁচ বছর আগে লক্ষ্মী মন্ডলের সঙ্গে তাঁর বিবাহ হয়। তাদের দুই সন্তানও রয়েছে। অভিযোগ, বেশ কয়েক মাস ধরে স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণে দুজনের মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, মঙ্গলবার রাতে অনিমেষ মন্ডলের স্ত্রী লক্ষ্মী দেবীর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তারাই খবর দেয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই মৃতা মহিলার স্বামী অনিমেষ মন্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হেয়েছে। অভিযোগ দায়ের করেছেন মহিলার পরিবারের সদস্যরাই। তবে স্বামী অনিমেষ মন্ডল ঘটনার কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন গতকাল রাতে তিনি মাছ ধরতে গিয়েছিলেন, তাই বাড়িতে কি হয়েছে তা তাঁর জানা নেই। তবে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মহিলার স্বামীকে আটক করেছে পুলিশ, শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।