মুম্বই-এর যে মডেল-অভিনেত্রীকে ঘিরে এখন তোলপাড় চলছে গোটা দেশে, সেই রিয়া চক্রবর্তীর শিকড় কিন্তু এ রাজ্যে প্রান্তিক জেলা পুরুলিয়ায়। তাঁর পূর্বপুরুষরা ছিলেন বাগমুন্ডি ব্লকের প্রত্যন্ত তুন্তুড়ি গ্রামের জমিদার। গ্রামের ১২টি মৌজার দেওয়ান ছিলেন চক্রবর্তী পরিবারের সদস্যরাই। তবে সেসবই এখন ইতিহাস। ভগ্নপ্রায় দশা রিয়া চক্রবর্তীর পৈতৃক বাড়িটিরও। দেখভাল করার কেউ নেই।
স্থানীয় সূত্রে খবর, অভিনেত্রী দাদু শিরীষ চক্রবর্তী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন ধানবাদের কোলিয়াড়িতে। রিয়ার বাবা-কাকারাও সেখানে বড় হয়েছেন। পরবর্তীকালে কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন তাঁরা। জন্মগ্রহণ করা তো দূর, বাগমুন্ডির তুন্তুড়ি গ্রামের সঙ্গে তেমন কোনও যোগাযোগই ছিল না জনপ্রিয় অভিনেতার সুশান্ত রাজপুতের বান্ধবীর। একবারও কি পৈতৃক বাড়িতে আসেনওনি তিনি? পুজোর সময়ে এসেছিলেন একবার, তাও প্রায় ২৮-২৫ বছর আগে।