অ্যাডমিট কার্ড আত্মহত্যার চেষ্টা মাধ্যমিক পরীক্ষার্থীর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মিলল অ্যাডমিট

সোমবার থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা। স্কুলের গাফিলতির জেরেই অ্যাডমিট কার্ড না পাওয়ার অভিযোগ। ডায়মন্ড হারবারের বাসুলডাঙ্গা বাসিন্দা মির্জানা খাতুন। অ্যাডমিট কার্ড না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করে মির্জানা। 

সোমবার থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা। স্কুলের গাফিলতির জেরেই অ্যাডমিট কার্ড না পাওয়ার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের বাসুলডাঙ্গা এলাকার এবারের মাধ্যমিক পরীক্ষার্থী মির্জানা খাতুন, ডায়মন্ড হারবার গার্লস স্কুলের পড়ুয়া মির্জানা। স্কুলের সমস্ত পরীক্ষা দিলেও মাধ্যমিক পরীক্ষার এডমিট স্কুলে আনতে গেলে স্কুল কর্তৃপক্ষ তাকে জানায় তার অ্যাডমিট আসেনি। কারণ হিসেবে তাঁকে জানান হয়, সে নাকি ফর্মে সই করেনি। এরপর থেকে বারেবারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোন সাহায্য সহযোগিতা করেনি স্কুল। অন্যদিকে ছাত্রীকে ভয় দেখিয়ে মুচলেখা লিখিয়ে নেওয়া হয় স্কুলের তরফে এমনটাই অভিযোগ তার। পাশাপাশি জানানো হয় এই বিষয়টি কাউকে না জানানোর। আর সেই কারণেই মানসিক অবসাদে রবিবার ভোরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে ছাত্রী। ডায়মন্ড হারবারের বাসুলডাঙার বাসিন্দা মির্জানা খাতুন। অ্যাডমিট কার্ড না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করে মির্জানা। ঘটনা জানাজানি হতেই বিশেষ পদক্ষেপ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মিলল অ্যাডমিট কার্ড। পরীক্ষায় বসতে পেরে খুশি মির্জানা। 

02:07‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ শুভেন্দুর তীব্র হুঙ্কার02:28নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!03:13Suvendu Adhikari : সেদিন আমি ওদের বুকের উপর দাঁড়িয়ে আরতি করে এসেছি': শুভেন্দু03:16মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন04:28Canning News : সত্যিই একটা জিনিস বটে! সোনার গহনা চুরি করে লুকিয়ে রেখেছিল পুকুরপাড়ে! গ্রেপ্তার তরুণী পরিচারিকা05:02Gosaba News : শুরু জোর তল্লাশি, বাংলাদেশ থেকে গোসাবা! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ02:39‘চিন্ময় কৃষ্ণকে আমি মুক্ত করবোই’ নির্ভীক বাংলাদেশী আইনজীবী রবীন্দ্র ঘোষের চরম প্রতিশ্রুতি02:22জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি ক্যানিং-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম05:09Fake Passport : জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! দেখুন02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু