করোনা পজিটিভ হওয়ায় আতঙ্কে আত্মঘাতী হয়েছেন এক প্রৌঢ়। বেশ কিছুদিন ধরে সর্দি-কাশিতে ভুগছিলেন দিলীপ বিশ্বাস (৬২) নামের এই পৌঢ়। নদিয়ার চাকদহের খোশবাস মহল্লার বাসিন্দা ছিলেন তিনি। পেশায় মাছ বিক্রেতা ছিলেন দিলীপ বাবু। হাসপাতালে করোনা পরীক্ষার পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আর সেই আতঙ্কেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। দিলীপ বাবুর ছেলে জানিয়েছেন সোমবার মাঝরাতে বাড়ি থেকে বাইরে বেড়িয়ে গিয়েছিলেন তিনি। তার পরে তিনি আর ফরেননি। পরের দিন অনেক খোঁজার পরে তাঁকে গাছ থেকে ঝুলতে দেখা যায়। গাছ থেকে তাঁকে ওই ভাবে ঝুলতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।