মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক চিকিৎসা করানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছেন তিনি। এমনই দাবি করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। মুখ্যমন্ত্রীর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে অর্জুনের দাবি, সাংবিধানিক পদে থাকার যোগ্যতা হারিয়েছেন মমতা।
জুনিয়র চিকিৎসকদেরও পাশে দাঁড়িয়েছেন অর্জুন সিংহ। তাঁর অভিযোগ, 'সংকীর্ণ রাজনীতির জন্য জুনিয়র চিকিৎসকদের মৃত্যুর মুখে ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা তো শুধু নিরাপত্তার দাবি করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে উনি ব্যর্থ, পুলিশমন্ত্রী হিসেবেও ব্যর্থ। শেখ শাজাহানের মতো যারা খুনে অভিযুক্ত, তাদেরকে উনি নিরাপত্তা দিচ্ছেন, আর জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছেন না।'