ফোনে আড়ি পাততে কেন্দ্রীয় সরকার, এমন অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল বলেন, কোটি টাকার স্ক্যাম থেকে অন্য কিছু, যা ঘটে সবার আগে ভীত সন্ত্রস্ত হন এরাজ্যের মুখ্যমন্ত্রী। সব কিছুতেই নিজেকে টার্গেট মনে করেন। দিদির ফোন ট্যাপ করে বিজেপির কোনও লাভ নেই। রাজ্যের মানুষ আমাদের সঙ্গে রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা পশ্চিমবঙ্গে জিতব।
ফোনে আড়ি পাততে কেন্দ্রীয় সরকার, এমন অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল বলেন, কোটি টাকার স্ক্যাম থেকে অন্য কিছু, যা ঘটে সবার আগে ভীত সন্ত্রস্ত হন এরাজ্যের মুখ্যমন্ত্রী। সব কিছুতেই নিজেকে টার্গেট মনে করেন। দিদির ফোন ট্যাপ করে বিজেপির কোনও লাভ নেই। রাজ্যের মানুষ আমাদের সঙ্গে রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা পশ্চিমবঙ্গে জিতব।
ফোন ট্যাপ বিষয়ে উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন বাবুল। ইজরায়েল থেকে সফটওয়্যার এনে মমতা ঘনিষ্ঠ এক পুলিশ আধিকারিক ফোন ট্যাপ করতেন। বিরোধী নেতাদের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রীদের ফোনও ট্যাপ করা হয়েছে বলে দাবি করেন বাবুল সুপ্রিয়।