দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বিডিওর রণংদেহী ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সমব্যাথী প্রকল্পের টাকা নিতে গিয়েছিল মহম্মদ আজিজ। টাকা না থাকায় তাকে অন্যদিন আসতে বলেন ব্লককর্মীরা। অভিযোগ, এরপরেই ব্লক কর্মীদের সঙ্গে অভদ্র আচরণ শুরু করেন এলাকায় তৃণমূলকর্মী হিসাবে পরিচিত আজিজ। খবর পেয়ে স্বয়ং ঘটনাস্থলে অবতীর্ন হন হরিরামপুর ব্লকের বিডিও শ্রীমান বন্দ্যোপাধ্যায়। এরপর দাবাং কায়দায় আজিজকে ধমকাতে - চমকাতে দেখা যায় বিডিওকে। শেষে জমারা কলার ধরে অভিযুক্তকে অফিস থেকে বের করে দেন বিডিও। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিডিওর সেই রণংদেহী ভিডিও এখন ভাইরাল।