২০১৬ নির্বাচনে কি ছিল ফলাফল, ফিরে দেখা ২০১৬ -র নির্বাচন

  • পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৯৪
  • ২০১৬ সালে বাংলায় জয়ী হয়েছিল তৃণমূল
  • একজনরে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ফলাফল
     

পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৯৪। এবার একজনরে দেখে নেওয়া যাক ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা কেমন ছিল- 
তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২১১টি আসন, বাম ও কংগ্রেস জোটের পক্ষে গিয়েছিল ৭৭টি আসন, বিজেপি পেয়েছিল ৩টি এবং নির্দল পেয়েছিল ৩টি আসন। ২৯৪টি আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২৪ কটি ৬২ লক্ষ ৭৮৫০ -এর বেশি ভোট । বামফ্রন্ট ও কংগ্রেস জোট পেয়েছিল ২,১৫,৬৩,৫২৩-এর বেশি ভোট। বিজেপি পেয়েছিল ৫৫,৫৫,১৩৪-এর বেশি ভোট। নির্দল বা অন্যান্যদের দখলে গিয়েছিল ২১,২৬,৫০৭টি ভোট। প্রাপ্ত ভোটের শতাংশে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৫.৭১%। বাম ও কংগ্রেস জোট পেয়েছিল ৪০.০৩% ভোট। বিজেপি-র ঝুলিতে এসেছিল ১০.৩১% ভোট। ৩.৯৫% ভোট। এই শতাংশের হিসাবে নোটাবিহীন ভোট-কেই রাখা হয়েছে। তপশিলি জাতি বিধানসভার সংখ্যা পশ্চিমবঙ্গে ৬৮টি। ৪৯টি তপশিলি জাতি বিধানভায় জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। বাম ও কংগ্রেস জোট জয়ী হয়েছিল ১৯ তপশিলি জাতি বিধানভায়। বিজেপি এই ক্ষেত্রে কোনও আসনই দখল করতে পারেনি। অন্যান্য ও নির্দলও শূন্য আসন পেয়েছিল। তপশিলি উপজাতি বিধানসভার সংখ্যা ১৬। এরমধ্যে ১৩টি আসনেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। বাম ও কংগ্রেস জোট পেয়েছিল ২টি আসন। বিজেপি জয়ী হয়েছিল ১ টি আসনে। অন্যান্য বা নির্দল পেয়েছিল শূন্য আসন। রাজ্যে সংখ্যালঘু  অধ্যুষিত বিধানসভা কেন্দ্র রয়েছে ১২৫টি। এরমধ্যে ২০১৬ সালে তৃণমূল পেয়েছিল ৮৫টি আসন। বাম ও কংগ্রেস জোট পেয়েছিল ৩৯ টি আসন। বিজেপি পেয়েছিল ১টি আসন। অন্যান্য বা নির্দল পেয়েছিল শূন্য আসন। 

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা